Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাপানের ১০ আরোহীসহ কাঁকড়া ধরা জাহাজ আটক করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


রুশ কর্তৃপক্ষ ১০ আরোহীসহ জাপানের একটি কাঁকড়া ধরা নৌযান আটক করেছে। খবর এএফপি’র।

জাপানের পশ্চিমাঞ্চলীয় শিমানি অঞ্চলের এক কর্মকর্তা জানান, নৌযানটি আটক করে রাশিয়ার পূর্বাঞ্চলীয় নাখোদকা বন্দরে নেয়া হয়েছে। সেখানে এটির ক্রু সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি এএফপি’কে বলেন, ‘যতদ্রুত সম্ভব তাদেরকে ছেড়ে দিতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমরা রাশিয়ার প্রতি আহবান জানাচ্ছি।’

তিনি আরো জানান, তারা ভাল আছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জাপান সাগরে কাঁকড়া ধরার জন্য নৌযানটি গত ২৬ জানুয়ারি শিমানি ছেড়ে যায়। এ কাঁকড়া মাকড়সা কাঁকড়া হিসেবেও পরিচিত। বুধবার তাদেও সাথে যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে।

এলাকাটি জাপান, রাশিয়া এবং উত্তর ও দক্ষিণ কোরিয়া পরিবেষ্টিত। সেখানে মাছ ধরাকে কেন্দ্র করে প্রায় বিরোধ হয়।

রাশিয়া প্রায় অভিযোগ করে তাদের এ গুরুত্ব্পূর্ণ অর্থনৈতিক জোনে অবৈধভাবে কাঁকড়া ধরতে বিদেশি বিভিন্ন নৌযান প্রবেশ করে।

Bootstrap Image Preview