Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ লাখ টাকার মালামাল।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার মহিলা ডিগ্রী কলেজের বিপরীত দিকের একটি মার্কেটে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের প্রধান মো. দেলোয়ার হোসেন খান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালীগঞ্জ ও নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডে ওই মার্কেটের হোমিও ডাক্তার আবিদ হোসেনের হোমিও দোকান, মুঞ্জুরের ফার্নিচারের দোকান, সাবেক ইউপি মেম্বার কবির হোসেনের ডেকোরেটরের দোকান, সেলিমের মোটরগ্যারেজ ও ওসমানের মাংসের দোকান পুড়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। 

Bootstrap Image Preview