Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্পদকে কাজে লাগাতে না পারলে অভিশাপে পরিণত হয়: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেছেন, সরকার শিক্ষিত বেকারদের বেকারত্ব দূর করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাবৃদ্ধির ওপর জোর দিচ্ছে।

তিনি আজ সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসিক লেজ) অডিটোরিয়ামে "কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরী" শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের জন্য মানবসম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পদকে কাজে লাগাতে না পারলে তা অভিশাপে পরিণত হয়। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য এবং দেশের উন্নয়নে তাদের মেধাকে কাজে লাগাতে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুল হক, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

Bootstrap Image Preview