Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরবলি দিতে চেয়ে প্রশাসনের কাছে তান্ত্রিকের চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


নরবলি দেওয়াটা অন্যায় নয়। তাই নিজের আরাধ্য দেবীর কাছে বলি দিতে চেয়ে প্রশাসনকে চিঠি লিখলেন সুরেন্দ্র প্রসাদ সিং নামে বিহারের এক তান্ত্রিক।

তিনি আরও জানায়, এই নরবলি দেওয়ার প্রক্রিয়ার শুরুতে নিজের ইঞ্জিনিয়ার ছেলেকেই বলি দেবেন তিনি। সম্প্রতি ওই তান্ত্রিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই তাঁকে নরবলি দেওয়ার কথা বলতে শোনা গেছে।

তিনি গত ২৯ জানুয়ারি বেগুসরাইয়ের এসডিও অফিসারকে চিঠি লিখেছেন। সেই চিঠির ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও বেগুসরাইয়ের এসডিও সঞ্জীব কুমার চৌধুরি এধরনের কোনও চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

তিনি জানিয়েছেন, '‌এটি একটি গুরুতর ঘটনা। নরবলি দেওয়া পুরোপুরি বেআইনি। আমরা ওই চিঠি এবং তান্ত্রিকের খোঁজ শুরু করেছি। ওই তান্ত্রিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।'‌

যে চিঠিটি সুরেন্দ্র পাঠিয়েছেন তাতে '‌বিন্দু মা মানব কল্যান সংস্থা'‌ নামে একটি সংস্থার নাম লেখা রয়েছে। এছাড়া ভাইরাল ওই ভিডিওটিতে তাঁকে বলতে দেখা গেছে, '‌নরবলি দেওয়া অন্যায় নয়। মা কামাখ্যার কাছে আমাকে নরবলি দিতে হবে। প্রথমেই আমি নিজের ছেলেকেই বলি দেব। কারণ ও পেশায় ইঞ্জিনিয়ার হলেও আমার মন্দিরে আর্থিক সাহায্য করতে অস্বীকার করেছে। ও আসলে রাবণ।'‌

Bootstrap Image Preview