Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেন্টমার্টিন নিয়ে সরকার নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে: পর্যটন প্রতিমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্যবর্ধনসহ দ্বীপটি সরকার নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। পুরো দ্বীপ নিয়ে সরকারের নতুন করে পরিকল্পনা রয়েছে। দ্বীপ ঘুরে দেখেছি, সব বিষয়গুলো নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব। তবে দ্বীপ রক্ষার্থে যা করনীয় সরকার তা করতেই প্রস্তুত।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ ঘুরে এসে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়ায় নাফনদী সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাটে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি সকালে কোস্টগার্ডের স্পীড বোট দিয়ে সেন্টমার্টিনে পৌঁছান। এরপ্র দ্বীপের ভ্যান-রিক্সা নিয়ে ডাকবাংলোতে যান তিনি। পরে দ্বীপের সমুদ্র সৈকতে ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোহাম্মদ মুহিবুল হক, যুগ্ন সচিব হুমায়ুন কবির, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির, কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. ফয়েজুল ইসলাম মন্ডল ও টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকতা ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রমুখ।

Bootstrap Image Preview