Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের দিন স্মরণীয় রাখতে বরের কাণ্ড, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৩ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কে না চায় বিয়ের দিন স্মরণীয় করে রাখতে! তাই বলে বর এমন কাণ্ড ঘটাবেন তা ভাবেনি কেউ। গাড়ি, হাতি-ঘোড়া বা পালকি নয়, একেবারে রোড-রোলারে চড়ে বিয়ে করতে যান বর। আর এমন বিয়ের খবর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

অবাক করা এই ঘটনাটি ঘটিয়েছেন ভারতের কৃষ্ণনগরের যুবক অর্ক।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রীতিমতো ফুল-মালা দিয়ে সুসজ্জিত রোড-রোলারে চড়েই বিয়ে করতে যান তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অর্কর হবু শ্বশুরবাড়িও কৃষ্ণনগরেই। পাত্রের এ সিদ্ধান্তের কথা আগে থেকেই জানতেন কনেপক্ষ। ফলে সেদিক থেকে কোনো আপত্তি উঠেনি বলেই জানান অর্ক।

পেশায় স্বর্ণ ব্যবসায়ী ওই যুবক বলেন, একজন বুলডোজারে চড়ে বিয়েবাড়িতে গিয়েছে শুনেছি। সেই ঘটনা থেকেই এমন ভাবনা।

Bootstrap Image Preview