Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০১ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো বিমান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ছেড়ে আসা জাপান এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার নারিতা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।

রানওয়েটিতে তুষারাবৃত্ত থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নারিতা বিমানবন্দর এবং ওই এয়ারলাইন্সের মুখপাত্ররা জানান, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলে মোট ২০১ জন আরোহী ছিল। দুর্ঘটনায় তাদের কেউ মারাত্মকভাবে আহত হয়নি বলে খবরে বলা হয়েছে।

নারিতা মুখপাত্র কাজুহিকো মোরিও এএফপি’কে বলেন, এ দুর্ঘটনার কারণে বিমানবন্দরটির দু’টি রানওয়ের একটি সকাল সাতটা (গ্রিনিচ মান সময় ২২০০টা) থেকে এক ঘণ্টা বন্ধ থাকে।

তিনি আরো জানান, বিমানটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময় আবারো রানওয়েটি বন্ধ করে দেয়া হয়।

Bootstrap Image Preview