Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রামপুরায় আগুনে পুড়ে গেছে ৬টি বাড়ি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


রাজধানীর রামপুরায় গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাতিরঝিল সংলগ্ন এলাকায় এমজি টাওয়ারের পেছনে অগ্নিকাণ্ডে৬টি বাড়ি পুড়ে গেছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যাননি।

আগুন লাগার পর তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের দুটি এবং খিলগাঁও থেকে দুটি মোট চারটি ইউনিট আগুন নেভানোর জন্য ছুটে যায়। তাদের প্রচেষ্টায় প্রায় আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যেই পুড়ে যায় ছয়টি বাড়ি।

আগুন নেভাতে প্রথমে পানি পেতে দমকল কর্মীদের বেগ পেতে হয়েছে। পরে অবশ্য সে ব্যবস্থা করা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Bootstrap Image Preview