বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিমান বাহিনী সদর দফতরে গিয়ে তিনি দেখা করেন।
নৌ বাহিনী প্রধান বিমানবাহিনী সদর দফতরে পৌঁছানোর পর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এছাড়াও তিনি বিমানবাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি চারা গাছ রোপন করেন ও বিমান সদর দফতরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সাক্ষাত পর্বে তারা একে-অপরের সাথে কুশলাদি বিনিময় করে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বেশকিছু সময় ধরে আলোচনা করেন।
এতে অন্যান্যদের মধ্যে বিমানবাহিনী সদর দফতরের পিএসও এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।