Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছুটি না নেয়ায় ৩২ কোটি টাকা পেলেন প্রকৌশলী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


ভারতের অন্যতম বড় নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুবরোর বেশিরভাগই অনিল মানিভাই নায়েক নামে প্রকৌশলীর হাতে গড়া। ৫৩ বছর চাকরি করেছেন এ প্রতিষ্ঠানে। কাজকে এতই ভালোবাসতেন যে, কখনও ছুটি নেননি তিনি। আর এ কারণেই চাকরি থেকে অবসরের সময় জমা ছুটি বাবদ পেলেন প্রায় ৩২ কোটি টাকা।

জানা গেছে, ২০০৩ সালে এই সংস্থার চেয়ারম্যান হন নায়েক। ২০১৬-১৭ অর্থবছরে অনিল মানিভাই মোট ৭৯ কোটি টাকা বেতন পেয়েছেন।

শুধু ইক্যুয়িটি ও স্টক অপশন মিলে ৪০৩ কোটির সম্পত্তি রয়েছে তার। তবে এর মধ্যে তার প্রাপ্ত বেতন ধরা নেই। তবে নিজের ৭৫ শতাংশ সঞ্চয়ই তিনি কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করে দিয়েছেন।

ক্যানসারে মারা যায় অনিলের দুই বছরের নাতনি নিরালি। তার নামেই সুরাতে রেডিয়েশন সেন্টার ও বেশ কয়েকটি হাসপাতালও খুলেছেন তিনি। পরিকল্পনা রয়েছে আরও হাসপাতাল ও সেবাকেন্দ্র তৈরির।

এক সাক্ষাৎকারে নায়েক জানান, তার বাবা মানিভাই নিছাভাই নায়েক একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মুম্বাইয়ের অভিজাত স্কুলে সুযোগ পেয়েও গ্রামের স্কুলেই পড়াতেন তিনি। সেই আদর্শকে মাথায় রেখে কাজকেই ধর্ম বলে মনে করতেন তিনি। তাই ছুটির দিন বলে তার কিছু ছিল না।

অনিল মানিভাই ২৬ জানুয়ারি পদ্মবিভূষণ পেয়েছেন। মিনহাজ মার্চেন্ট তাকে নিয়ে একটি বইও লিখেছেন। এতে তার সাদামাটা জীবন সম্পর্কে তিনি লিখেছেন- ধনাঢ্য এই ব্যক্তির মাত্র ছয়টি শার্ট আর তিনটি স্যুট রয়েছে।

Bootstrap Image Preview