দুর্দান্ত ফর্মে থেকেও আসন্ন নিউজিল্যান্ড সফরে টাইগার দলের বাহিরে রাখা হয় ইমরুল কায়েসকে। এরপরেই শুরু হয় নানা ধরণের সমালোচনা। কেন ফর্মে থাকার পরেও ইমরুল কায়েসকে বাদ দেওয়া হলো? অবশেষে নয় ছয়ের পর আবারো ইমরুলকে দলে যুক্ত করলো বিসিবি। সম্প্রতি সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জাতীয় দলের এই ওপেনার।
এর আগে দলে জায়গা না পেয়ে আক্ষেপ করে ইমরুল বলেছিলেন, 'আমরা যারা একসাথে খেলি তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে বলেছে যে, তোর সাথে এটা ঠিক হয়নি। যেদিন দেখবো বাংলাদেশ টিমের খেলার আর কোন আশা নাই, আমি ওইদিন ক্রিকেট খেলা ছেড়ে দিবো।'
তবে এখন আর ইমরুলের সেই ক্ষোভ থাকবে না। নিজের উপর বিশ্বাস ছিলো দলে ফিরবেন, ফিরেছেন। এখন ভালো কিছু করার অপেক্ষায় এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
উল্লেখ্য, ইমরুল কায়েস সর্বশেষ ১০ ওয়ানডেতে মোট ৫০৫ রান করেছেন।
টাইগারদের ওয়ানডে দলঃ মাশরাফি বিন মর্তুজা (ক্যাপ্টেন), সাকিব আল হাসান (ভাইস ক্যাপ্টেন), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদও সাব্বির রহমান ও ইমরুল কায়েস।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- তৃতীয় ওয়ানডে ম্যাচ- ২০ ফেব্রুয়ারী ভোর ৪টা। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- প্রথম টেস্ট ম্যাচ- ২৮ ফেব্রুয়ারী - ভোর ৪টা।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- দ্বিতীয় টেস্ট ম্যাচ- ৮ মার্চ - ভোর ৪টা। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ- তৃতীয় টেস্ট ম্যাচ- ১৬ মার্চ- ভোর ৪টা।