Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'লাশ নিবেন ভাই, ছাত্রছাত্রীর লাশ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview


রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে বেপরোয়া ট্রাকের চাপায় ভাইবোন নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা ট্রাকচালককে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।   

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, আজ সকালে বিভিন্ন স্কুল-কলেজের কয়েক'শ শিক্ষার্থী ব্যারিকেড দিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় আধা ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। 

পরে পুলিশ মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের উভয় পাশে মানববন্ধন করে।

এ সময় তারা ট্রাকচালকের গ্রেফতারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে এলাকাবাসীও তাদের মানববন্ধনে যোগ দেয়। সেখানে দুই শিক্ষার্থীর হাতে 'লাশ নিবেন ভাই, ছাত্রছাত্রীর লাশ' লেখা প্ল্যাকার্ড দেখা যায়।   

উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ভাইবোন নিহত এবং তাদের বাবা গুরুতর আহত হন।

নিহতরা হল- মো. ডালিমের মেয়ে আফিফা আক্তার আফরিন (৯) ও ছেলে আফসার আহমেদ (৬)। আফরিন হাসনাবাদ কসমোপলিটান স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। আফসার একই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

Bootstrap Image Preview