Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযান সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার ব্যাপক পরিসরে শুরু করা দুর্নীতিবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন। ১ বছরেরও বেশি সময় আগে শুরু হয়েছিল এ অভিযান।

দুর্নীতিবিরোধী অভিযানে অভিজাতদের কাছ থেকে দরকষাকষির মাধ্যমে ৪০০ বিলিয়ন সৌদি রিয়াল (১০৬ বিলিয়ন ডলার) সংগ্রহ করা হয়েছে। দুর্নীতিবিরোধী অভিযানে যে ৩৮১ জনের বিরুদ্ধে সমন জারি করা হয় তাদের মধ্যে ছিলেন সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ রাজপুত্র, ব্যবসায়ী, মন্ত্রী, উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

২০১৭ সালের নভেম্বরে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে সেসময় সৌদি বিলিওনেয়ার রাজপুত্র আল ওয়ালিদ বিন তালালসহ অনেক রাজপুত্র, ধনকুবেরদের রিয়াদের রিটজ কার্লটন হোটেলে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তদের মধ্যে ৮৭ জন ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় সম্পদ চুরির অভিযোগ স্বীকার করেছেন।

Bootstrap Image Preview