Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এস্টিয়েনের বিপক্ষে ড্র করে স্যালাকে উৎসর্গ করল নান্তোস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:০৩ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


ইংলিশ ক্লাবের কার্ডিফ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ ২১ জানুয়ারি এমিলিয়ানো সালা কার্ডিফ সিটির উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন। এরপরই ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নিখোঁজ হয়ে যায় বিমানটি। এক সপ্তাহের বেশি সময় পার হলেও এখনো তার বিষেয় নিদিষ্ট করে জানা য়ায়নি।

এমন অবস্থায় বুধাবার ৩০ জানুয়ারি আর্জেন্টাইন স্ট্রাইকার স্যালার প্রাক্তন ক্লাব নান্তেস প্রথমবারের মতো মাঠে নামে। তাদের প্রতিপক্ষ ছিল সেন্ট এস্টিয়েনে। এই ম্যাচটি নান্তেস ১-১ গোলে ড্র করে স্যালা ও ডেভিড ইবোটসনকে উৎসর্গ করেছেন। 

ম্যাচ শুরু আছে স্টেডিয়ামের বাইরে ভক্তরা একটি পোস্টারের সামনে ফুল, জার্সি দিয়ে সালাকে শ্রদ্ধায় স্বরণ করেন। এছাড়া উভয় পক্ষের খেলোয়াড়রা আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলারের একটি ছবির সম্বলিত একটি টি-শার্টের পড়েন। যার বিপরীত দিকে লেখা ছিল "সালার জন্য প্রার্থনা" 

উল্লেখ্য, ফরাসি ক্লাব নান্তেসে খেলা স্যালা ১৫ মিলিয়ন ডলারে নতুন ক্লাব কার্ডিফে সই করে ইংল্যান্ডে আসার সময় নিখোঁজ হন। ইংলিশ চ্যানেলের উপরে হারিয়ে যায় তাঁর ভাড়া করা এয়ারক্র্যাফ্ট। সাতদিন পার হয়ে যাওয়ার পরেও খোঁজ মেলেনি সালার। ধারণা করা হচ্ছে তিনি আর জীবিত নেই। 

Bootstrap Image Preview