Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরমাণু চুক্তি মেনে চলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তিতে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানো বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জেসিপিওএর অধীন দেয়া প্রতিশ্রুতিগুলো মেনে চলছে ইরান।

জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত চুক্তির ওপর নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, ইরান যাতে প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন করে যায়, এটি খুবই অপরিহার্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে করা চুক্তি থেকে নিজের দেশকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

তবে চুক্তির অন্যান্য অংশীদার যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, ইরানের পরমাণু কর্মচূচির লাগাম টেনে ধরতে চুক্তিটি মেনে চলতে হবে।

Bootstrap Image Preview