নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিতু আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক নারী শ্রমিক। ঘটনায় চালকের সুষ্ঠু বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ৬ টি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার রাত ৯টায় শিমরাইল-নারায়ণগঞ্জ-আদমজী সড়কের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় চালককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়ে রাস্তায় আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (নারায়ণগঞ্জ-৪) ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকা সংলগ্ন ৬টি পোশাক করাখানার শ্রমিক নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কে সড়ক অবরোধ করে। এসময় তারা এ সড়কে বিক্ষোভ প্রদর্শণ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।
এদিকে, বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের একটি অংশ আদমজী ইপিজেড সংলগ্ন নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কে কাঠের টেবিল, ট্রলি ও শুকনো গাছের ডালে আগুন দিয়ে এবং রাস্তায় গাছের গুড়ি ফেলে আবারোধ অবরোধ করে।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন আদমজী-ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে ফুটওভার ব্রীজ, রোড ব্রেকার, পোশাক শ্রমিকদের রাস্তা পারাপারে প্রতিটি কারখানা প্রহরীর সহযোগীতা করার দাবি জানান।
সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহিন শাহ পারভেজ শ্রমিকদের সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
এদিকে, নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সিদ্ধিরগঞ্জ থানার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহিন শাহ পারভেজ জানান, শ্রমিকরা আদমজী ইপিজেড রুটে সিদ্ধিরগঞ্জপুলে ফুটওভারব্রীজ এবং স্প্রীড ব্রেকারের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে তুলে দেয়া হয়েছে। তবে তাদের উপর কোন লাঠিচার্জ করা হয়নি।