Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে বাংলাদেশিকে গলা কেটে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


সৌদি আরবের আল জুবাইলে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আনোয়ার হোসেন (৪২) নামের ওই বাংলাদেশি মানিকগঞ্জে বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারের রুমমেট বাংলাদেশি আবুল ও জহিরুলকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ জানুয়ারি) আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সৌদি পুলিশ।

নিহত আনোয়ার হোসেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারির ছেলে। পেশায় তিনি চালক ছিলেন। তিনি দুই সন্তানের জনক।

নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার বলেন, মঙ্গলবার রাতে সৌদি আরবের আল জুবাইল শহর থেকে গাড়ি নিয়ে বের হন আনোয়ার। বুধবার দুপুরে সৌদি পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার অদূরে মরুভূমি থেকে আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথা ছিল আনোয়ারের। গত মঙ্গলবার রাতে স্ত্রীর মোবাইলে শেষ কথা হয়। এর পর থেকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Bootstrap Image Preview