ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট বন্যায় অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৭০ জন। দেশটি পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর আরব নিউজের।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ভারী বর্ষণে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে।এতে তাবুক এলাকায় ১০ জন, মদিনায় ১জন এবং উত্তরাঞ্চলীয় সীমান্তে ১ জন মারা যায়।
এছাড়া বন্যায় আটকে পড়া ২৭১ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে খবরে জানা গেছে।
এর আগে রবিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণে সৌদি আরবে সৃষ্ট ব্যাপক বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তা। শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলটি। এসময় জনগণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ পূর্বসতর্কতা অবলম্বনের জন্য বলেছে সিভিল ডিফেন্স।