১২ বছরের শিশু দিয়াগো আবুলাসান বাবার সঙ্গে নদীতে সাঁতার কাঁটতে গিয়েছিল। সেই নদীর ধারে থাকা গাছ থেকে পানিতে ঝাঁপ দিচ্ছিল সে। হঠাৎ তার বাবা দেখেন, ছেলের পা ধরে টানছে কুমির। কোনো কিছু না ভেবেই তিনি পানিতে ঝাঁপ দেন এবং কুমির কামড়ে ধরেন। সেই কামড়েই মৃত্যু হয় কুমিরের। পরে বেঁচে যায় তার সন্তান।
সম্প্রতি এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ফিলিপাইনে। এতে ছেলে খুব বেশি আঘাত না পেলেও কুমিরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার বাবা আঘাত পান। এ জন্য তাদের দুজনকে দুই রাত হাসপাতালে থাকতে হয়।
কুমিরকে কামড়ে ধরা ওই ব্যক্তি পুলিশকে জানায়, কুমিরটি তার দিকে বেশ কিছুক্ষণ ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে ছিল। এরপরই তিনি দাঁত দিয়ে কুমিরের পা চেপে ধরেন। এতেই মৃত্যু হয় কুমিরের।