রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্সের প্লে-অফ পর্বে খেলার সমীকরণটা খুবই স্পষ্ট। যারা জিতবে তাদের টিকে থাকার আশা কিছুটা থাকবে। এই সমীকরণে আজ মুখোমুখি হয়েছে কিংস ও সিক্সার্স।
কিন্তু সিলেটের একাদশ নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। তাই এই দিন মাঠে নামার আগে নিজের ফেসবুকে সমালোচকদের উদ্দেশ্যেই সিলেট দলের প্রধান কোচ ওয়াকার ইউনুস স্ট্যাটাসে লিখেছেন, আপনাদের মতানুযায়ী একাদশ নির্বাচন করা হয়েছে। এখন হারলে আমার কোনো দোষ নাই।
ওয়াকার ইউনুসের সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হল-
সুপ্রিয় ভক্তবৃন্দরা,
আমি আপনাদের কোচ ওয়াকার ইউনুস বলছি।
অধৈর্য্য হয়ে গালাগালি করবেন না প্লিজ।
আপনাদের মতানুযায়ী একাদশ নির্বাচন করা হয়েছে।
এখন হারলে আমার কোনো দোষ নাই।
আমার ছেলেরা আজ ভালো খেলবে। কখনো রেগেমেগে টিভির দিকে রিমোট ছুড়ে হায় হুতাশ করবেন না।
সিক্সার্স, গো এহেড।