অন্য যুবকের সঙ্গে সম্পর্ক গড়ায় বাড়ির সামনেই কলেজ ছাত্রী প্রেমিকাকে গুলি করল প্রেমিক। চাঞ্চল্যকর এ ঘটনাটি ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের।
জানা যায়, গুলিবিদ্ধ ছাত্রীর নাম পূজা মহাজন। বাবা-মায়ের একমাত্র মেয়ে পূজা ২১ বছরের পূজা সোনারপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পূজা মহাজনের মাথায় গুলি লেগেছে। বর্তমানে পিয়ারলেস হাসপাতালে আশঙ্কাজন অবস্থায় চিকিত্সাধীন রয়েছে পূজা।
গুলি চলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রেমিক সৌমেন কয়ালকে।
অভিযুক্ত প্রেমিক
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সৌমেনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল পূজার। পূজার মোবাইলে দুজনের একাধিক ঘনিষ্ঠ ছবি পাওয়া গিয়েছে। সম্প্রতি টালিগঞ্জের এক যুবকের সঙ্গে পূজার সম্পর্ক তৈরি হয়। আর তারপর থেকেই সৌমেনের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্কের অবনতি হয়। তারপর থেকেই পূজাকে হুমকি দেওয়া শুরু করে সৌমেন। বাড়িতে গিয়ে পূজাকে হুমকি দেয় সে। তারপরই মঙ্গলবার রাতে ছাত্রীর উপর হামলা করে সে।
জানা গিয়েছে, বুধবার রাত ৯টার দিকে গোড়খাড়া ঘোষপাড়া দিয়ে বাড়ির দিকে এগোচ্ছিল পূজা মহাজন। সেই সময় আচমকা বাইকে চেপে দুই যুবক তার সামনে আসে। প্রথমে কথা কাটাকাটি, পরে ওই দুই যুবকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ওই ছাত্রীর। সেই সময়ই এক যুবক পকেট থেকে বন্দুক বের করে ছাত্রীর মাথায় গুলি করে।
রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে পূজা মহাজন। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় পূজাকে উদ্ধার করেন।