Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমরণ অনশনে বসছেন আন্না হাজারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview


লোকপাল ও লোকায়ুক্তের দাবি নিয়ে নিজ গ্রাম রালেগাঁও সিদ্ধিতে ফের আমরণ অনশনে বসতে যাচ্ছেন ভারতের প্রবীণ গান্ধীবাদী নেতা ও সমাজসেবক আন্না হাজারে। 

বুধবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল দশটা থেকে তার অনশন শুরু হবে বলে জানা গিয়েছে৷

গত আট বছর ধরে আন্না হাজারে লোকপাল ও লোকায়ুক্তের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে তৃতীয়বার অনশনে বসতে যাচ্ছেন তিনি। খবর এনডিটিভির।

সংসদে দুর্নীতিবিরোধী জনলোকপাল বিল নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন আন্না। তিনি আরও বলেন, তাকে দেয়া কোনো প্রতিশ্রুতিই সরকার পূরণ করেনি।

সুপ্রিমকোর্টে নির্দেশ সত্ত্বেও লোকপাল ও লোকয়ুক্ত বিল- ২০১৩ মোদি সরকার বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন প্রবীণ গান্ধীবাদী এ নেতা।

প্রথমবার দিল্লির রামলিলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশনে বসেছিলেন তিনি। তবে এবার রামলিলা ময়দান নয়, নিজের গ্রামে বসে আমরণ অনশন শুরু করবেন তিনি। তার অনুসারীদের সেই মঞ্চে ভিড় করতে নিষেধ করা হয়েছে।

আন্না হাজারের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে রাষ্ট্রীয় কিষাণ মহাপঞ্চায়েত। তাদের দাবি, সারা দেশ জুড়ে বিভিন্ন কৃষক সংগঠনও এই আমরণ অনশনে যোগ দেবে। সেই মতো আন্না হাজারের সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারে দেশের ১৫টি রাজ্যের কৃষকরা। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান ও মহারাষ্ট্র।

Bootstrap Image Preview