ইরানে কুকুর নিয়ে অথবা কুকুরের পাশাপাশি হাঁটা নিষিদ্ধ করেছে সরকার। যদি কেউ কুকুর সংক্রান্ত আইন লংঘন করে তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইরানের পুলিশ প্রধান হোসেইন রাহিমি।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) থেকে তেহরানে এই আইন কার্যকর করা হয়েছে। বাড়িতে কুকুর রাখাকে দীর্ঘদিন ধরে নিরুৎসাহিত করছে ইরানের কট্টর ইসলামপন্থি সরকার। খবর- বিবিসি।
তেহরানের পুলিশ প্রধান হোসেইন রাহিমি বলেন, ‘পাবলিক প্রসিকিউটর অফিস থেকে আমাদের বলা হয়েছে। আমরা পার্কসহ ঘরের বাইরে কেউ কুকুর নিয়ে হাঁটলে ব্যবস্থা নিচ্ছি।’
রাহিমি তেহরানের সাংবাদিকদের বলেন, এই আইন করা হয়েছে কারণ কুকুর দেখলে কিছু মানুষ ভয় পায়। অন্য কোন কারণে নয়। তিনি জানান, গাড়িতেও কুকুর নিয়ে চলাচল করা যাবে না।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে বাড়িতে কুকুর পালনের বিপক্ষে নানা বিধি-নিষেধ আরোপ করা হয়। দেশটির ইসলামি আইন কর্তৃপক্ষ কুকুরকে নোংরা প্রাণী হিসেবে দেখেন। কুকুর পালা পশ্চিমা সংস্কৃতি বলেও মনে করা হয়।
এ নিয়ে ইরানের এক টুইটার ব্যবহারীরা জানিয়েছেন, ‘পশ্চিমা সংস্কৃতি থেকে দূরে থাকতে ভবিষ্যতে তেহরানের মানুষকে উটের পিঠে চড়ে চলাচলে বাধ্য করা হতে পারে।’