Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে: ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:২৯ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। সিরিয়ায় ইরানি অবস্থানে হামলার প্রতিক্রিয়ায় ইরানি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার বলেন, নতুন করে যুদ্ধে জড়ালে, ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। এদিকে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে দামেস্কের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সই করেছে তেহরান।

২৮ জানুয়ারি, সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে দামেস্ক পৌঁছান ইরানি ভাইস-প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। এসময় সিরিয়া সরকারের শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরান সরকারের কোনো শীর্ষ পর্যায়ের নেতা সিরিয়া সফরে গেলেন। রাষ্ট্রীয় অভ্যর্থনা শেষে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠক করেন ইরানি ভাইস প্রেসিডেন্ট।

বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সিরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করায় বর্তমানে দেশটির অর্থনৈতিক উন্নয়নকে ইরান গুরুত্ব দিচ্ছে বলে জানান ইসহাক জাহাঙ্গিরি।

ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বিজয় মানে আমাদের সবার বিজয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ বিভিন্ন খাতে আমরা তাদের সহযোগিতা করবো। সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি অবকাঠামো উন্নয়নেও সহযোগিতা করে যাবে ইরান।’

এর মধ্যেই সিরিয়ায় ইরানি অবস্থানে হামলার চেষ্টা করা হলে, ইসরায়েলকে গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেন, ইসরায়েল নতুন কোনো যুদ্ধ শুরু করলে তাদের দখলকৃত সব ভূখণ্ড উদ্ধার করা হবে।

এদিকে, ইদলিবে আশ্রয় নেয়া সন্ত্রাসীদের দমনে আসাদ বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোয় কাজাখাস্তানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইদলিবে বেসামরিক নাগরিকদের রক্ষার পাশাপাশি সন্ত্রাসীদের দমনের বিষয়ে রাশিয়াকে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

Bootstrap Image Preview