সাকিবদের উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করলো মাশরাফি রংপুর রাইডার্স।টি-টোয়েন্টির শক্তিশালী খেলোয়াড়দের নিয়ে গড়া মাশরাফির রংপুরের সামনে এই দিন ১৮৬ রান করেও কোন পাত্তাই পেলো না সাকিবরা।
১০ ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করলো মাশরাফিরা। অন্যদিকে নয় ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে ঠাই হলো সাকিবের ঢাকা ডাইনামাইটসের।
প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ঢাকা ডাইনামাইটস।
১৮৭ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ডি ভিলিয়ার্স ও হ্যালসের ঝড়ো ব্যাটিংয়ে হেসে খেলে আট উইকেটের জয় পায় রংপুর।
এইদিন ৫০ বলে বিপিএলের প্রথম সেঞ্চুরি করলেন ডি ভিলিয়ার্স। এই সেঞ্চুরি চলতি বিপিএলে পঞ্চম সেঞ্চুরি।
রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৮৯/২
গেইল(১), ডি ভিলিয়ার্স(১০০)*, হ্যালেস(৮৫)*, রুশো(০)।