Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিজ মায়ের নামে অজ্ঞাত শিশুর নাম রাখলেন ওসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:৫৪ PM

bdmorning Image Preview


মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর কোলজুড়ে আসা নবজাতকের নাম নিজের মায়ের নামে রেখে শিশুটিকে মায়ের মর্যাদা দিলেন পটুয়াখালী সদর থানা ওসি মোস্তাফিজুর রহমান। শিশুটি দীর্ঘ দুই সপ্তাহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। 

রবিবার (২৭ জানুয়ারি) শিশুটিকে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী সমাজ সেবা দপ্তরের হস্তান্তরের সময় তিনি এ নাম রাখেন ।

ওই দিনই ওই নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে উধাও হয়ে যায়। সেই সময় থেকে ওসি মোস্তাফিজুর রহমান শিশুটির দেখাশোনা করে আসছেন।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান গণমাধমকে বলেন, ‘একাধিক স্থানে খোঁজ করেও শিশুটির মাকে পাওয়া যায়নি। ১৪ দিন চিকিৎসা ও লালন-পালন শেষে রবিবার হাসপাতাল থেকে শিশুটিকে সমাজ সেবার কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসময় আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘হস্তান্তরের সময় মা হারা এই নবজাতকের পরিচয় নিয়ে জটিলতা দেখা দিলে আমি আমার মৃত মায়ের নামে শিশুটির নাম রাখি।’ শিশুটির জন্য পটুয়াখালী জেলা প্রশাসন, সমাজ সেবা এবং মহিলা বিষয় অধিদফতরসহ অনেকেই হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, শিশুটি দত্তক নিতেও ইতিমধ্যে অনেকে ইচ্ছা প্রকাশ করেছে।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ‘আইনী প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ব্যক্তি শিশুটিকে দত্তক নিতে পারবেন।’

বর্তমানে শিশুটিকে বরিশালের শিশু হোম কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে পটুয়াখালী সমাজ সেবার উপপরিচালক এস.এম শাহাজাদা জানান, ‘সরকারি নীতিমালা অনুযায়ী শিশুটি বরিশালের আগৈলঝড়া শিশু হোম কেয়ারে নিয়ে যাচ্ছি আমরা। ওখানেই তার লালন পালনের সব ব্যবস্থা করা হবে।’

Bootstrap Image Preview