Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে বাবার ট্রলির চাকায় প্রান গেল মেয়ের

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : 
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


বাবার মেশিন চালিত ট্রলির চাকায় চাপা পড়ে মৃত্যু হয়েছে সানজিদা আক্তার নামে ৩ বছরের এক শিশুর।

সোমবার সকাল ১১ টার সময় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে। 

বাবা সহিদুল ইসলাম বলেন, সকালে নিজের ট্রলিতে সার নিয়ে মাঠে যাচ্ছিলাম। এ সময় মেয়েও আমার পিছু নেয়। মেয়েকে ট্রলির সামনে বসিয়ে সার নিয়ে রওয়ানা দিই। মাঠে যাওয়ার সময় বড় আইল পার হতে গিয়ে ঝাকি খেয়ে মেয়ে চাকার নিচে পড়ে যায়। আমি গাড়ী থামিয়ে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। 

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুনিরুজ্জামান লিমন বলেন হাসপাতালে পৌছানোর পুর্বেই তার মৃত্যু হয়েছে। 

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ও মেয়ের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Bootstrap Image Preview