রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছে দেড় শতাধিক নিয়োগ প্রত্যাশীরা।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীদের দাবি, ২০১২-১৩ সালে ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ না করে তা বাতিল করে অধিদফতর। পরে আদালত ও মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাতিলকৃত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদফতর। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ ও তাদের নিয়োগের দাবি আন্দোলনকারীদের।
এসময় আন্দোলনে অংশ নেয়া বেশ কয়েকজন জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতর ২০১২ সালে ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের এপ্রিলে আমরা পরীক্ষা দেই, জুলাইয়ে ফলাফল প্রকাশ পায়। এরপর জুলাই থেকে দুই মাসব্যাপী মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কিন্তু কি কারণে ওই পরীক্ষা বাতিল করে স্বাস্থ্য অধিদফতর তা আমাদের বোধগম্য নয়। আগের নিয়োগের কোনো সমাধান না করে তারা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
তারা বলেন, আমরা আদালতে রিট আবেদন করি। রিট আবেদনের (৪৭৪৭/১৪) শুনানি শেষে ২০১৫ সালের ১৫ এপ্রিল আদালত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ৬০ কর্ম দিবসের মধ্যে আগের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে উত্তীর্ণদের নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দেয়। কিন্তু তা অমান্য করে ৬৫৪ দিন দেরি করে আদালতের ওই নির্দেশনার বিরুদ্ধে আপিল করে স্বাস্থ্য অধিদফতর।
তারা আরো জানান, ২০১৮ সালের মে মাসে রিভিউতেও আগের রায়ই বহাল থাকে এবং বাতিল করা পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগ চূড়ান্ত করতে আদেশ দেয়া হয়।
এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদফতর বরাবর একে একে তিনটি অর্ডার দেয়। ওই অর্ডারে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাতিল করা পরীক্ষার ফলাফল চূড়ান্ত করতে বলা হয়। কিন্তু এখন অবধি ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া মনির হোসেন নামের একজন বলেন, আমরা অনেক দিন থেকেই ধৈর্য ধরে অপেক্ষা করছি। ফলাফল প্রকাশের নামে ঘোরানো হচ্ছিলো। আদালতের নির্দেশনাও তারা আমলে নেই না। তাই নিজেদের অধিকার আদায়ে নিজেরাই কর্মসূচি দিয়েছি।