Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫০ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৫০ AM

bdmorning Image Preview


রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি মালবাহী ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

রবিবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে বিমানবন্দরের সামনের গোলচত্বরের আউটগোয়িংয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মালবাহী ট্রাক এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানা পুলিশ। তবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন- পথচারী ডালিম (২০) ও মোবারক (৩০)।

পুলিশ জানায়, নিহত দুই পথচারীর বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক শ্রীদাম চন্দ্র রায় সারাবাংলাকে বলেন, ‘রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে রড বোঝাই একটি মালবাহী ট্রাক বিমানবন্দরের গোল চত্বরের আউটগোয়িং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে তুলে দেয়। এতে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।’ নিহতদের পরিবারকে খবর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview