Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিনেমা হলে না গেলে পুরো ধুইয়ে দেব: আলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘গাল্লি বয়’ সিনেমার মিউজিক লঞ্চে এসে বিস্ফোরক মন্তব্য করলেন আলিয়া ভাট। তিনি বলেছেন, সিনেমা হলে না গেলে পুরো ধুইয়ে দেব।

গত বৃহস্পতিবার মিউজিক লঞ্চের অনুষ্ঠানে আচমকা এমন মন্তব্যে হতভম্ব হয়ে পড়েন দর্শকরা। পরে অবশ্য জানা যায় আসল ঘটনা।

এই কথাটি রয়েছে ‘গাল্লি বয়’ সিনেমার একটি সংলাপে। সেখানে সিনেমায় প্রেমিকের প্রতি অত্যন্ত পোজেসিভ আলিয়া বলেন, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ‘গুল্লু-গুল্লু’ (বেশি ঘনিষ্ঠ হলে) করলে ধুইয়ে দেব, মজা দেখিয়ে দেব।

ছবির ওই সংলাপের সঙ্গে মিল রেখেই তিনি বলেন, ‘সিনেমা হলে না গেলে পুরো ধুইয়ে দেব।’ তবে আলিয়ার এমন ‘হুমকি’ সাদরে গ্রহণ করেন উপস্থিত দর্শকরা। ‘গাল্লি বয়’ সিনেমায় গাল্লি বয় হিসেবে আছেন রণবীর কাপূর।

Bootstrap Image Preview