Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রিয়াংকা গান্ধীকে ‘অত্যন্ত সুন্দরী’ বলল মোদীর বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


‘প্রিয়াংকা গান্ধী অত্যন্ত সুন্দরী। কিন্তু মানুষ চেহারা দেখে ভোট দেয় না- তার কোনো রাজনৈতিক অর্জন নেই।’

আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নামার দু’দিন না যেতেই কংগ্রেসের মাস্টার কার্ড প্রিয়াংকা গান্ধীকে নিয়ে এমন কটাক্ষ করলেন বিজেপি নেতা ও বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা।

শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেয়া ঘরোয়া বিবৃতিতে এসব বলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রিয়াংকা গান্ধীর (৪৭) ব্যক্তিগত জীবন তুলে ধরে বলেন, ‘প্রিয়াংকা হলেন রবার্ট ভদ্রের স্ত্রী। এই রবার্ট ভদ্র জমি সংক্রান্ত দুর্নীতি ও বেশকিছু দুর্নীতি মামলায় জড়িত।’ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের জন্য প্রিয়াংকা কোনো ফ্যাক্টর নন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বুধবার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়াংকা গান্ধী। ওইদিন তার ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাকে উত্তর প্রদেশ পূর্বাঞ্চলের জন্য সাধারণ সম্পাদক নিযুক্ত করেন। এরপর রাহুল বলেন, প্রিয়াংকার টার্গেট হল উত্তর প্রদেশে পরবর্তী সরকার কংগ্রেসকে দিয়ে গঠন করা।

প্রিয়াংকা গান্ধী রাজনীতিতে আসছেন, আসবেন এমন জল্পনা দীর্ঘদিন ধরেই ছিল ভারতে। তবে সেই জল্পনার সমাপ্তি হওয়ার পর বিজেপিতে কড়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রিয়াংকাকে নিয়ে সমালোচনা করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি। তিনি বৃহস্পতিবার বলেছেন, কলঙ্কিত একজন লাইফ পার্টনার আছে এমন একজন নারীকে সামনে ঠেলে দিয়ে কংগ্রেস হয়তো স্বস্তি পাচ্ছে। প্রিয়াংকাকে নিয়ে আরও তিরস্কারমূলক কথাবার্তা বলেছেন সুশীল মোদি।

প্রিয়াংকাকে তার দাদি ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো দেখায় এ নিয়ে তিনি কৌতুক করেছেন।

Bootstrap Image Preview