ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ও অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. ক্যারিন নেসল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করি তার দায়িত্বকালীন সময়ে ব্রিটেনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে।
তিনি বলেন, ব্রিটেনে ৫ লাখ বাঙালি রয়েছে। তারা ব্রিটেনে কাজ করে বাংলাদেশকে সহায়তা করছে। আগামীতে আমরা আরও ভালো কিছু কাজ এক সাথে করতে পারবো। পারস্পারিক সম্পর্কগুলো আরও বৃদ্ধি করা সম্ভব হবে।
তিনি বলেন, উভয় দেশের মধ্যে চুক্তিগুলোকে আরও গুরুত্বারুপ করা হবে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পরবর্তী কৌশলগত সংলাপ চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ প্লাটফরম।
অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী ড. ক্যারিন নেসল বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকারি সফরে বাংলাদেশে আসবো। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেব। পাশাপাশি দু'দেশের সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতার বিস্তার ঘটানো হবে।