Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রণব মুখার্জি ‘ভারতরত্ন' ভূষিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন সত্যিকারের রত্ন। বাঙালি এ রাজনীতিবিদ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদেশের জনগণ তাঁর অবদানকে চিরকাল মনে রাখবে।

তিনি বলেন, প্রণব মুখার্জি যখন বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন, তখন তাঁকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পেয়েছিলাম। সেই সময় থেকে প্রণব মুখার্জিকে অত্যন্ত সম্মানের চোখে দেখে আসছি।

Bootstrap Image Preview