Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার বইগুলো বাংলাদেশে চোরেরা ছাপায়: তসলিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


‘বাংলাদেশে আমার বইগুলো চোরেরা ছাপায়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সরকারের সঙ্গে চোরের চিরকালই বড় মধুর সম্পর্ক বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তসলিমা নাসরিনের লেখাটি হুবুহু তুলে ধরা হলো-

‘বাংলাদেশে আমার বইগুলো চোরেরা ছাপায়, গরিবেরা মুখ ঢেকে বিক্রি করে। গরিবদের যদি দু'পয়সা রোজগার হয় ভালো। সরকার বই নিষিদ্ধ করে লেখকদের অসুবিধের জন্য, আর চোরদের সুবিধের জন্য। চোরেরা নিষিদ্ধ বই প্রকাশ করবে, লেখকদের রয়্যাল্টি দেবে না। চোরেরা বই বাজারে দেবে, সরকার চোরদের ধরবে না। সরকারে আর চোরে চিরকালই বড় মধুর সম্পর্ক।’

Bootstrap Image Preview