Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘শেখ হাসিনাকে ট্রাম্পের পাঠানো বার্তা নিয়ে প্রশ্ন তোলা নেতিবাচক মানসিকতা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তার সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তারা নেতিবাচক মানসিকতার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ারবিষয়ক এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর ইলেকশন হয়েছে। সেজন্য মার্কিন প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। উনি (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন যে, আপনার একনাগারে তৃতীয়বার জয়যুক্ত হওয়ার জন্যে দেশের যে লক্ষ কোটি জনতা আপনাকে ভোট দিয়েছে, তাদের আমি অভিনন্দন জানাই।

‘প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন যে আমেরিকা আর বাংলাদেশ অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ রোহিঙ্গাদের সেবা দিয়ে, আশ্রয় দিয়ে পৃথিবীর মধ্যে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।’

তবে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

Bootstrap Image Preview