Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধোনি-যাদব ঝড়ে ভারতের ৩২৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ৩২৪ তুলল ভারত। শেষ দিকে কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিয়েং বড় স্কোর পায় তারা। নিউজিল্যান্ডের টার্গেট ৩২৫। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে শুভ সূচনা কারেন দুেই ওপেনার রোহিম শর্মা ও শিখর ধাওয়ান। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ রোহিত এদিন ৬২ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন। এরপর ১৮ তম ওভারে ১০০ রানের গন্ডি ছুঁয়ে যায় ভারত।

এরপর রোহিতের পথ ধরে ৫৩ বলে হাফসেঞ্চুরি সম্পন্ন করেন ধাওয়ান। যদিও অর্ধশতরান পূর্ণ করার পর দীর্ঘস্থায়ী হয়নি গব্বরের ব্যাটিং। দুই ওপেনার ২৫.২ ওভারে ১৫৪ রান যোগ করার পর প্যাভিলনের পথ ধরেন ধাওয়ান। ধাওয়ান ৬৭ বল থেকে ৬৬ রানের ইনিংসে নয়টি চার মারনে।

ধাওয়ানের কিছুক্ষণ পরেই ফেরেন রোহিত। ফার্গুসনের বলে গ্রান্ডহোমের হাতে ক্যাচ আউট হন রোহিত।  ৯৬ বলে তার ৮৭ রানের ইনিংসটিতে ছিল নয়টি চার ও তিনটি ছয়।

এই দুই ব্যাটসম্যান ছাড়াও বিরাট কোহালি ৫৯ বলে ৪৩ রান করেন। তাই নেপিয়ারে ৪২ রানের  পর বে ওভালেও হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া আম্বাতি রায়ডু (৪৯ বলে ৪৭) ক্রিজে সেট হয়েও বড় রান পাননি। মহেন্দ্র সিংহ ধোনি (৩৩ বলে অপরাজিত ৪৮), কেদার যাদব (১০ বলে অপরাজিত ২২) শেষ পর্বে তোলেন ঝড়। ডেথ ওভারে শেষ সাত ওভারে ওঠে ৭০ রান।

এদিন নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৬১ রানে ২টি উইকেট নেন। এছাড়া ফারগুরশন ৮১ রানে নেন ২টি উইকেট।

Bootstrap Image Preview