আফ্রিকান ক্রিকেটার আন্দিলে ফেহলুকায়োর উদ্দেশে করে বর্ণবৈষম্য মূলক মন্তব্য করে বিতর্কে সৃষ্টি করে ক্ষমা চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহম্মেদ। এবার বর্ণবৈষম্য মূলক সেই মন্তব্যের জন্য সরফরাফকে ক্ষমা করে দিয়েছেন বলে দক্ষিণ আফ্রিকা দল বলে জানিয়েছেন অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
এই প্রসঙ্গেই ডু’প্লেসি বলেছেন, “দক্ষিণ আফ্রিকায় এলে বর্ণবিদ্বেষী মন্তব্য করার সময় সতর্ক থাকতেই হবে। আমি নিশ্চিত যে সরফরাজ এটা ফেহলুকায়োকে উদ্দেশ্য করে বলেনি। তবে ও এর দায়িত্ব নিয়েছে।”
তিনি আরো বলেন, “এখন দেখতে হবে এর পরিণতি কী হয়। আমরা এটাকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছি না। কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়ার মধ্যে ও যে অনুতপ্ত, সেই বার্তা ফুটে উঠেছে। আমরা সেই কারণেই ক্ষমা করে দিয়েছি। তবে ব্যাপারটাকে মোটেই কার্পেটের তলায় লুকিয়ে রাখতে চাইছি না।”
এই বিষয়ে ফেহলুকায়ো এখনও মন্তব্য করেননি। দু’প্লেসি বলেছেন, ‘ও ব্যাপারটা নজরই করেনি। সেজন্যই ওঁকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে বলে মনে করেনি। আমরা ব্যাপারটা সে ভাবে বুঝতে পারিনি বলে এটা বড় ব্যাপার হয়ে ওঠেনি।”
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকায় চলমান ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করছিলেন ফেলুকায়ু। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে বর্ণবৈষম্যমূলক ও বাজে মন্তব্য করেন উইকেটের পেছনে থাকা সরফরাজ। প্রোটিয়া ক্রিকেটারকে ‘কালো’ বলে কটূক্তি করেন তিনি। এতেই ক্ষ্যান্ত হননি সরফরাজ। এরপর অযাচিতভাবে আরেকটি মন্তব্য করে বসেন তিনি। ফিকোয়াওকে উদ্দেশ্য করে পাক অধিনায়ক বলেন, তোমার মা আজ কোথায়, তিনি কী এখন তোমার জন্য প্রার্থনা করেছেন? ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে সেই দৃশ্য।