Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুড়নই নদীতে মিলল দক্ষিন আমেরিকার 'সাকার মাছ'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ার গুড়নই নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দক্ষিণ আমেরিকার ‘সাকার মাছ’। এরপর সিংড়া বাসস্ট্যান্ড এলাকার মাছটি বিক্রয়ের জন্য আনা হয়। এ সময় সাকার মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

শুক্রবার গুড়নই নদীতে মাছ দরার সময় জেলেদের জালে মাছটি ধরা পরে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সোহেল তালুকদার তিনশ টাকায় মাছটি কিনে নদীতে অবমুক্ত করেছেন বলে জানান চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

 

সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এটা ‘সাকার মাছ’। মূলত এটা দক্ষিণ আমেরিকার মাছ। এক সময় এই মাছ বাংলাদেশে দেখা যেতো। মাঝখানে তার বিলুপ্তি ঘটে। আবার কিছুদিন ধরে চলনবিল ও তার আশপাশের নদীতে এই মাছের দেখা মিলছে।

মাছটির গায়ে ছোট ছোট কাটা রয়েছে। পিঠের ওপরে ও দুই পাশে রয়েছে আরো তিনটি বড় কাটা। মুখের মধ্যে রয়েছে ধারাল দাঁত। এরা আগাছা, জলজ পোকামাকড় ও বিভিন্ন ধরণের ছোট মাছ খেয়ে থাকে। ডোরা কাটা দাগ ওয়ালা এই মাছ প্রথম দেখে অনেকেই চমকে গিয়েছেন।

দক্ষিণ আমেরিকা থেকে এই মাছ এ্যাকুরিয়ামের শোভা বর্ধনের জন্যই আনা হয়েছিল এই দেশে। কিন্তু এখন সেটা আর এ্যাকুরিয়ামের মধ্যে সীমাবদ্ধ নাই। প্রায়ই দেখা মিলছে জেলেদের জালে।

Bootstrap Image Preview