নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে মাউন্ট মাউন গানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। সিরিজে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় ওয়ান ডে’তে অপরিবর্তিত ভারতীয় একাদশ।
অন্যদিকে দ্বিতীয় ওয়ান ডে’তে দলে জোড়া পরিবর্তন আনল কিউয়িবাহিনী। পেস অ্যাটাকের অন্যতম ভরসা টিমসাউথির পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার তহা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান কলিন ডি গ্র্যান্ডহোম। মিচেল স্যান্টনারের পরিবর্তেবে ওভালে শুরু করবেন ডান-হাতি স্পিনার ইশ সোধি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ ওভারে ১৪৪ রান। ক্রিজে রোহিত শর্মা ৭৫ এবং শিকল ধাওয়ান ৬৫ রানে ব্যাট করছেন।
একনজরে ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বিজয় শংকর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং যযুবেন্দ্র চাহাল।
একনজরে নিউজিল্যান্ড একাদশ:
মার্টিন গাপতিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, ডাগ ব্রেসওয়েল, লকি ফার্গুসন, ইশ সোধি এবং ট্রেন্ট বোল্ট।