Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে রেকর্ড রান করে মুশফিকদের হারালো মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ১০:৫৪ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১০:৫৪ PM

bdmorning Image Preview


অবশেষে ঘরের মাঠে এসে জয় থামলো মুশফিকদের। শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে 
প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস। 

প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান করে রংপুর। 
যা ছিলো  বিপিএলের রেকর্ড রান। এর আগে বিপিএলে এতো রান কোন দলই করতে পারেনি। 

পাহাড় সমান রানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি চিটাগং। মুশফিকদের নিয়ে এই দিন যেন মাশরাফি ছিনিমিনি খেললো। ইয়াসির আলী ছাড়া আর কেউ যেন রাইডার্স বোলারদের সামনে দাঁড়াতে পারলো না। এতো রানের বোঝা সইতে না পেরে অবশেষে ৭২  রানের হার নিয়ে মাঠ ছাড়ে।

চিটাগং ভাইকিংসের সংক্ষিপ্ত স্কোরঃ.৮ / ১৬৭
শেহজাদ(২০), ইয়াসির(২৮), রাজা(৩), মুশফিক(২২), জাদরান(১), মোসাদ্দেক(১৪), সানজামুল(৪), রবিউল(৭),রাহী(১০)*, খালেদ(৬)*। 

উইকেট নিয়েছেনঃ মাশরাফি(৩), অপু(১), রেজা(২), শহিদুল(১)।

রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ২৩৯/৪
গেইল (২), অ্যালেক্স(১০০),মিথুন(১৫), রুশো(১০০)*,নাহিদুল(১১)*। 
উইকেট নিয়েছেঃ রাহী(২), রবিউল(১), রাজা(১)।

টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেননি টি-টোয়েন্টির দানব ক্রিস গেইল। খেলার দ্বিতীয় ওভারের মাথায় রাহীর বলে এলবিডব্লিউ আউট হন মাত্র ২ রান করে।

গেইলের বিদায়ের পর অ্যালেক্স হেলসের সাথে ব্যাটিং করতে আসেন ফর্মে থাকা রুশো। এই দুই শক্তিশালী ব্যাটসম্যানের কোন ভাবেই বল নিয়ন্ত্রণ করতে পারছে না ভাইকিংস বোলাররা। ৪৭ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অ্যালেক্স হেলস। এটি বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। হেলসের সেঞ্চুরির পর উইকেটে থাকা রুশোও বিপিএলের প্রথম সেঞ্চুরি তুলে নেন।  

রংপুর রাইডার্স একাদশঃ-ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশঃ-মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিঙ্ক, খালেদ আহমেদ, রবিউল হক, সানজামুল ইসলাম, আবু জায়েদ।

Bootstrap Image Preview