অনিয়মের বিভিন্ন অভিযোগে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়েছে। তারা হলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাদা দু’টি আদেশে এ ঘোষণা দেয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১ এর উপ-সচিব মনোয়ারা ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, প্রাথমিক বিভাগের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলামকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী ময়মনসিংহে সংযুক্তি করা হলো।
একই মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ এর উপ-সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক আদেশে উল্লেখ করা হয়, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত বদলি কার্যক্রম স্থগিত করা হলো।
শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা ১৪টি। এর বিপরীতে আবেদন পড়েছে প্রায় আড়াইশ'। এত সংখ্যক প্রার্থী ও তাদের সমর্থকরা থানা শিক্ষা অফিসে বদলীর জন্য জড়ো হলে সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে নিজ অফিসে অবরুদ্ধ হয়ে পড়েন সদর থানা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম। পরে পুলিশি পাহাড়ায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার তাদের স্ট্যান্ড রিলিজ-এর আদেশ জারি করা হয়েছে।