চট্টগ্রাম পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করছে রংপুর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮০ রান।
টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেননি টি-টোয়েন্টির দানব ক্রিস গেইল। খেলার দ্বিতীয় ওভারের মাথায় রাহীর বলে এলবিডব্লিউ আউট হন মাত্র ২ রান করে।
গেইলের বিদায়ের পর অ্যালেক্স হেলসের সাথে ব্যাটিং করতে আসেন ফর্মে থাকা রুশো। এই দুই শক্তিশালী ব্যাটসম্যানের কোন ভাবেই বল নিয়ন্ত্রণ করতে পারছে না ভাইকিংস বোলাররা। ৪৭ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অ্যালেক্স হেলস। এটি বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি।
রংপুর রাইডার্স একাদশঃ-ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, নাহিদুল ইসলাম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম।