প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের ৫ম স্থানে রয়েছে বাংলাদেশ। আমরা ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো।
তিনি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, অাওয়ামী লীগ কথামালায় বিশ্বাসী নয়। আমরা কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করতে চাই। শুধু কথা বলে সময় অতিবাহিত করতে আমরা প্রস্তুত নই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোটদাতাদেরকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শুরু করে প্রধানমন্ত্রী বলেন, যারা নৌকায় ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সাথে সাথে যারা আমাদের ভোট দেননি কিন্তু অন্যদেরকে ভোট দিয়ে নির্বাচন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ।
তিনি বলেন, এমন একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।