Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তদন্ত চলছে ইরানে আটক সাবেক মার্কিন সেনার বিরুদ্ধে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে গত বছরের জুলাইয়ে এক মার্কিন নাগরিক আটক হয়েছেন। তার বিরুদ্ধে সম্ভাব্য নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে তদন্ত চলছে। এক ইরানি কৌঁসুলির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এতে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে।

গত বছরের মে মাসে ইরানের সঙ্গে পাশ্চাত্যের বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। পরে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এর পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে।

ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের কৌঁসুলি গোলাম আলী সাদেকীর বরাতে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের জানায়, মাইকেল হোয়াইট নামের সাবেক এই মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

তাকে আটকের ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি সাদেকি। বিপ্লবী গার্ড বাহিনী কিংবা অন্যান্য নিরাপত্তা বাহিনী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তাকে আটক করা হয়।

হোয়াইটের বিরুদ্ধে নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো অভিযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ মামলা নিয়ে বিস্তারিত জানা যাবে।

চলতি মাসের শুরুতে হোয়াইটের আটকের ব্যাপারটি নিশ্চিত করে ইরান। এর আগে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাইয়ে ইরানের উত্তর পূর্বাঞ্চলে শহরে বান্ধবীর সঙ্গে দেখা করতে গেলে যুক্তরাষ্ট্রের সাবেক নৌ সেনা হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েক জন মার্কিন নাগরিককে আটক করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি করে বলেছে, তেহরান যদি অন্যায়ভাবে আটক মার্কিন নাগরিকদের ছেড়ে না দেয়, তাহলে দেশটিকে মারাত্মক পরিণতি বহন করতে হবে।

Bootstrap Image Preview