Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে শুরুর দিনই নতুন বিতর্কের জন্ম দিলো বিপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview


শুরু থেকেই বিপিএলে নিয়ে চারিদিকে সমালোচনা। আম্পায়ের ভুল সিন্ধান্ত, ডিআরএস , ভুলভাল ধারাভাষ্য সহ আরও অনেক কিছু।

ঢাকা ও সিলেট গড়িয়ে বিপিএল চট্রগ্রামে কিন্তু সেখানে গিয়েও নতুন বিতর্কের জন্ম দিলো বিপিএল। আর বিতর্কের নাম বিদ্যুৎ বিভ্রাট । হ্যাঁ, চট্টগ্রাম পর্বের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়েছিলো সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস।
এই ম্যাচে প্রায় ৪৩ মিনিটের মত মাঠে বিদ্যুৎ ছিলো না। যার জন্য বন্ধ ছিল অফিসিয়াল ইলেকট্রনিক স্কোরবোর্ডও।

শুধু তাই নয়, প্রেস বক্স থাকা গণমাধ্যমকর্মীরা  ঠিক ভাবে কাজ করতে পারেননি। বন্ধ ছিলো মাঠের থার্ড আম্পায়েরর রুমের টিভিও। সব মিলিয়ে ওই ৪৩ মিনিট ছিলো ম্যাছাকার অবস্থা ।

কিন্তু কেন এমন হলো ? বিদ্যুৎ চলে গেলে তো জেনারেটরের ব্যবস্থা থাকার কথা। নাকি সেটাও ছিলো? যার জন্য ৪৩ মিনিট ঠিক ভাবে কোন কাজই করা যাইনি। 

Bootstrap Image Preview