রোহিঙ্গাদের নিরাপত্তার সাথে নিজভূমে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপ অব্যাহত আছে বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থা (WFP) এর বিশেষ দূত প্রিন্সেস সারাহ জেইদ।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রিন্সেস সারাহ জেইদ ৬ দিনের সরকারি সফরে গতকাল বাংলাদেশে আসেন।
এই সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
পররাষ্ট্রমন্ত্রী তাকে বাংলাদেশে স্বাগত জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রোহিঙ্গাদের আশ্রয় প্রদান ও নানা ধরনের সহযোগিতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি সবসময় তাদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন। তাদেরকে নিরাপত্তার সাথে নিজভূমে পাঠাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রিন্সেস সারাহ জেইদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্ব সুনাম অর্জন করেছে। রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করায় তার প্রতি বিশ্ববাসীর নজর আরও বৃদ্ধি পেয়েছে।
আমরা মিয়ানমারে প্রতি অাহ্বান জানাই তারা যেন রোহিঙ্গাদের নিরাপত্তার সাথে তাদের বাসস্থানের ফিরিয়ে নিতে সার্বিক কার্যক্রম গ্রহণ করে। এ বিষয়ে আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।