একটা জয়ের দেখা কোন ভাবেই পাচ্ছিলো না সিলেট সিক্সার্স। জয়ের খরায় পয়েট টেবিলের তলানিতে তারা। বিপিএলের আশা তাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। ঠিকে থাকার লড়াইয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৭৬ রানের বিরাট জয় পেল ।
প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিলেট সিক্সার্স।
পাহাড় সমান এই রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজশাহী। সিক্সার্স বোলারদের সামনে অসহায়ের মত আত্মসমর্পন করতে তাকে মিরাজরা।এক মাত্র ফজলে রাব্বীর ব্যাট থেকে ৫০ রান আসে। অবশেষে এই ব্যাটিং ব্যর্থতায় ডুবে যায় কিংস বাহিনী।
রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১০/১০৪
লুইস(১), মুমিনুল(৫), ফজলে (৫০), ডেস্কট(১২), জাকির(১৬), জঙ্কের(১), মিরাজ(১), রাব্বী(২), মোস্তাফিজ(১)*।
উইকেট নিয়েছেনঃ নেওয়াজ(৩), তাসকিন(২), তানভির(৩), কাপালি(২)।
সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৮০/৬
লিটন দাস(২৪), সাব্বির(১), রয়(৪২), আফিফ(২৮), পোরান(১৯), কাপালি(১৬)*, নেওয়াজ(১১), তানভির(২৩)*।
উইকেট নিয়েছেনঃ মোস্তাফিজ(২), প্রাসান্না(১), মিরাজ(১),সানী(১), রাব্বী(১)।