Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপপুরে রাশিয়ান নাগরিকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৫:০৬ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৫:০৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে শেরগিন ভ্যাইলি (৫৯) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। শেরগিন ভ্যাইলি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ করতেন। তিনি প্রকল্পের রোসেম নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

শেরগিন ভ্যাইলি উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির একটি কক্ষে বসবাস করতেন।

জানা গেছে, শুক্রবার গ্রিন সিটির ১ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষের বাথরুমের ভেতরে তাকে পরে থাকতে দেখা যায়। বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

গ্রিন সিটির মেডিক্যাল কো-অর্ডিনেটর ডা. আব্দুস সোবহান বলেন, ধারণা করা হচ্ছে ভ্যাইলি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, শেরগিন ভ্যাইলি রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন। বেশ কিছু দিন আগে তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পের সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কাজের জন্য রাশিয়া থেকে বাংলাদেশে আসেন।

Bootstrap Image Preview