Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আলাউদ্দীন আলীর অবস্থা আশঙ্কাজনক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


দেশ বরেণ্য সুরস্রষ্টা, কিংবদন্তি গীতিকার, সঙ্গীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। বর্তমানে তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।

লাইফ সাপোর্ট নেয়ার পর মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিন যুক্ত করার পর আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা কিছুটা স্থির রয়েছে। তবে সেটি উল্লেখ করার মতো নয়। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

এ প্রসঙ্গে আলাউদ্দীন আলীর সহকারী মোমিন বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ওনার শারীরিক অবস্থা বেশ ভালো ছিলো। কথা বলতে পেরেছেন। মানসিকভাবে আমরাও অনেকটা স্বস্তিতে ছিলাম। কিন্তু শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার পরে অস্বাভাবিক মাত্রায় তিনি অস্বস্তিবোধ করতে থাকেন। ডাক্তাররা বলছেন ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দেশবাসির কাছে ওনার জন্য দোয়া চাই।’

উল্লেখ্য, আলাউদ্দীন আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এখন ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণ সমস্যা দেখা দিয়েছে বলে ডাক্তাররা তার পরিবারকে জানিয়েছেন।

Bootstrap Image Preview