Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কমোটে সাপের কামড় খেয়ে ভোঁ দৌড় অস্ট্রেলিয়ান নারীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM

bdmorning Image Preview


ঘটনাটা অনাকাঙিক্ষতই বটে! তবে তাই ঘটলো! টয়লেটে গিয়ে কমোডে বসার পর সাপের কামড় খেয়ে আচমকা ভোঁ দৌড় দিতে হলো অস্ট্রেলিয়ার এক নারীকে।

বৃহস্পতিবার ব্রিসবেন শহরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ৫৯ বছর বয়সী হেলেন রিচার্ডকে এ ঘটনার মুখোমুখি হতে হয় বলে বিবিসির প্রতিবেদেন বলা হয়েছে।

অন্ধকারে টয়লেটে গিয়ে বসার সাথে সাথেই প্রায় পাঁচ ফুট দৈর্ঘর একটি অজগড় কামড় দেয় এই নারীকে। সাথে সাথে উঠে দৌড় দেন তিনি।

গ্রীষ্মকালীন আবহাওয়া দেশটিতে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে। একটু কম উত্তাপের স্থান পেলেই সেখানে গিয়ে জড়ো হয় সাপগুলো।

তিনি ধারালো কিছুর আঁচড় অনুভব করেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রিচার্ড।

এই ধরনের সাপ খুব একটা ক্ষতিকর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রিচার্ডকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন।

ঘটনার বর্ণনায় রিচার্ড বলেন, আমি হঠাৎ লাফ দিয়ে উঠি। তারপর দেখতে পারি নিচে প্যাচিয়ে আছে সাপটি।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এই ধরণের অজগর প্রায়ই দেখা মেলে। এটি খুব বিষধর নয়; তবে চিকিৎসকরা এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

Bootstrap Image Preview